কুমিল্লায় করোনা রোগী ১৫০০ ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুমিল্লা জেলায় নতুন করে আরও ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৫০০ ছাড়াল। মঙ্গলবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২৯, বরুড়ায় ৯, বুড়িচংয়ে ৬, তিতাসে ৫, দাউদকান্দিতে ৪, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামে ২ জন করে এবং নাঙ্গলকোটে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হওয়ার সংখ্যা ১ হাজার ৫১৪। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫৮ জন। আর মারা গেছেন ৪৫ জন।

জেলা সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান বলেন, কুমিল্লা জেলায় গত ৯ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত ৬০ দিনে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১৪ জন। করোনাভাইরাস এখন স্থানীয় কমিউনিটিতে দ্রুত সংক্রমিত হচ্ছে। ফলে করোনা রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এ অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।