কুলাউড়ায় দম্পতিসহ ৫ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল রোববার নমুনা পরীক্ষার ফলাফল এ তথ্য জানা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ৪ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। গতকাল এর ফল জানা গেছে। নতুন শনাক্তদের মধ্যে এক নারী কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণির কর্মচারী। ওই নারী ও তাঁর স্বামীর করোনা পজেটিভ এসেছে। বাকি তিনজনের বাড়ি কুলাউড়া পৌর শহরের সোনাপুর ও সদর ইউনিয়নের গাজীপুর এলাকায়। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪০ জনে। এর মধ্যে দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় আটজনের ফলাফল করোনা নেগেটিভ এসেছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক বলেন, নতুন শনাক্ত ব্যক্তিদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।