মির্জাপুরে দুই নার্স ও শিক্ষকসহ সংক্রমিত ৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স এবং এক স্কুলশিক্ষকসহ নতুন করে আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৯৬ জন করোনায় সংক্রমিত হলেন।
এ ছাড়া উপসর্গ নিয়ে মৃত দরজি শ্রমিক মো. শাহ আলম মিয়া (৩২) করোনা নেগেটিভ বলে তাঁর নমুনার ফলে জানা গেছে। গত ১২ জুন ভোর পাঁচটার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। তাঁর বাড়ি উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। জ্বর, গলাব্যথা ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ১০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেন। পরে তাঁর নমুনা উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয়। সেখান থেকে পাঠানো ফলাফলে আজ বৃহস্পতিবার তিনি করোনা নেগেটিভ ছিলেন বলে জানানো হয়েছে।
নতুন সংক্রমিতদের মধ্যে দুই নার্স ছাড়াও উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এক নারী (৩০), আজগানা ইউনিয়নের এক গ্রামের একজন (৭৫), মির্জাপুর বাজারের এক ব্যবসায়ী (৬০) ও গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানার শ্রমিক সিরাজগঞ্জ সদরের বাসিন্দা একজন (২৩) রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১১ জুন ঢাকার আইপিএইচে পাঠানো ১৬ জনের নমুনায় ফলে আজ ছয়জনের পজিটিভ বলে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংক্রমিতদের বাসা-বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।
মির্জাপুরে এ পর্যন্ত করোনায় সংক্রমিত ৯৬ জনের মধ্যে চারজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২৯ জন। অন্যরা নিজের বাড়িতে এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।