খুলনায় এক দিনে কোভিডে তিন মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

খুলনায় আজ মঙ্গলবার এক দিনে তিনজন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভোররাত ও দুপুরে দুজনের মৃত্যুর পর বিকেল সাড়ে পাঁচটার দিকে সিরাজুল ইসলাম (৭৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনজনই করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তিদের জন্য নির্ধারিত খুলনা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ও করোনাভাইরাস ওয়ার্ডের মুখপাত্র মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সিরাজুল ইসলাম বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান। এর আগে ভোররাত সাড়ে চারটার দিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম (৬৮) এবং দুপুর ১২টার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), খুলনার সাবেক সাধারণ সম্পাদক শেখ আখতার উস জামানের মেয়ে ঐশী বিনতে জামান (৩২) মারা যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনার দৌলতপুর থানাধীন আঞ্জুমান রোডের বাসিন্দা ছিলেন মো. সিরাজুল ইসলাম। তিনি ২ জুলাই কোভিডে আক্রান্ত রোগী হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।

আজ তিনজনের মৃত্যু নিয়ে খুলনায় কোভিডে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯।