সখীপুরে সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গৃহবধূর নাম শারমিন আক্তার (১৯)। তিনি উপজেলার দাড়িয়াপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। শারমিন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন জানান, উপজেলার দাড়িয়াপুর গ্রামের বাড়িতে সন্ধ্যার দিকে মুরগির খোঁয়াড়ে ঢাকনা দিতে গেলে ওই নারীকে সাপ দংশন করে। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে সখীপুর পৌর শহরের একটি ওষুধের দোকানে নিয়ে যান। রাত আটটার দিকে দোকানি সাপে কাটার ভ্যাকসিন দিলেও কোনো উন্নতি হয়নি। রাত নয়টার দিকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তা ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার কোনো ভ্যাকসিন নেই।