জাফরুল্লাহ চৌধুরীকে বিশ্রামে থাকতে বলা হয়েছে

জাফরুল্লাহ চৌধুরী
জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিশ্রামে থাকতে বলেছেন তাঁর চিকিৎসকরা। এ ছাড়া তাঁকে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম জানান, জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসকরা তাঁকে ৪২ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। সাক্ষাৎ প্রার্থীদের সঙ্গে দেখা ও কথা না বলতে পরামর্শ দিয়েছেন। তবে জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান অবস্থায় দেশের মানুষের কথা চিন্তা করলে কথা না বলে থাকা সম্ভব না।

জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে জাহাঙ্গীর আলম জানান, তাঁর গলার স্বর নিচু, কাশি আছে, ধীরে ধীরে কথা বলেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাফরুল্লাহ চৌধুরী গত ২৯ মে নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি করোনামুক্ত হলেও শারীরিকভাবে পুরো সুস্থ না হওয়ায় এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।