বাসের ধাক্কায় প্রাণ গেল দুই শ্রমিকের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরায় বাসের ধাক্কায় রাস্তার পাশে কর্মরত দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। হতাহতরা বিদ্যুৎ লাইন নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ শহরের মোশারফ হোসেনের ছেলে মোফিজুর রহমান (২৪) ও যশোর কোতোয়ালি থানার পরিতিয়া গ্রামের লস্কর মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৪৫)। আহত শ্রমিক হলেন যশোরের মনিরামপুর উপজেলার সোহাগ মোল্লা। তাঁকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামনগর হাইওয়ে থানা-পুলিশের পরিদর্শক মো. শাহাজালাল বাবুল বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওয়াবদা বাজার এলাকায় মহাসড়কের পাশে বৈদ্যুতিক পিলার দুই চাকার গাড়িতে ওঠানোর সময় ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তিনজনকে ধাক্কা দেয়। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর আশরাফুল ও মফিজুর নামের দুজনের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

হতাহত ব্যক্তিরা মাগুরা বিদ্যুৎ বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা।