মৃত্যুর চার দিন পরে জানা গেল তিনি পজিটিভ

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মৃত্যুর চার দিন পরে নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাতে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আমজাদ হোসেন করোনাভাইরাস পজিটিভ। তিনি করোনা উপসর্গ নিয়ে গত বুধবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আমজাদ হোসেন (৬৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, গত মঙ্গলবার দুপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আমজাদ হোসেন। পরের দিন সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে নিবিড় পরিচর্যা ইউনিটে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, আমজাদ হোসেনের নমুনা পরীক্ষার প্রতিবেদন গতকাল রোববার সন্ধ্যায় তাঁরা হাতে পান। অবশ্য মৃত্যুর পরপরই তার বাড়ি লকডাউন করা হয়েছিল।