বরগুনায় চিকিৎসকসহ ১৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসকসহ নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদরে ৭ জন, বামনায় ২ জন, আমতলীতে একজন, পাথরঘাটায় দুজন, বামনায় দুজন, বেতাগীতে দুজন। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৩৯৭ জন।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক আছেন।

জেলার সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান প্রথম আলোকে বলেন, হাট–বাজারে মানুষের সমাগম এখনো বেশি। তাই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া সারাদেশ থেকে মানুষ এখন নিজ বাড়িতে ফিরছেন। এ কারণেও সংক্রমণের সংখ্যা বেড়েছে।