টাঙ্গাইলে এক দিনে সর্বোচ্চ ৫০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

টাঙ্গাইলে আজ সোমবার সর্বোচ্চ ৫০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড–১৯–এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬৫।

গত ৮ এপ্রিল জেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর আজ প্রথম এক দিনে এত বিপুলসংখ্যক রোগী শনাক্ত হলেন।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার, ছয় পুলিশ সদস্য, একজন চিকিৎসক, দুজন স্বাস্থ্যকর্মী ও বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, মির্জাপুরে ২০, ঘাটাইল ও দেলদুয়ার উপজেলায় ৫ জন করে, মধুপুরে ৪ ও গোপালপুর উপজেলায় ১ জন রয়েছেন।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মির্জাপুরে মহেড়া পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের অতিরিক্ত পুলিশ সুপারসহ ছয় পুলিশ সদস্য, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও ওই হাসপাতালের কর্মী, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী রেজিস্ট্রার রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় আক্রান্ত ৯৬৫ জনের মধ্যে ৫৩৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২১ জন।