কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে দুজন ও শনাক্ত একজনের মৃত্যু

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুজন ও করোনা পজিটিভ হয়ে একজনসহ মোট তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ৪৭ দিনে মারা গেছেন ২৩৯ জন।

হাসপাতাল সূত্র জানায়, করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গতকাল রোববার সন্ধ্যা সাতটায় মারা যান দেবীদ্বার উপজেলার ৫৬ বছরের এক পুরুষ। একই উপসর্গ নিয়ে রাত ১২টা ২০ মিনিটে আইসোলেশন সেন্টারে মারা যান কুমিল্লা নগরের টমছমব্রীজ এলাকার ৬৫ বছরের এক নারী।

হাসপাতালের আইসিইউতে রাত তিনটায় মারা যান মনোহরগঞ্জ উপজেলার ৪৬ বছরের এক নারী। তিনি করোনা পজিটিভ ছিলেন।

হাসপাতালের সহকারী সার্জন ও তথ্য কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন জানান, হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছেন ১২৬ জন। এর মধ্যে ৪৬ জন করোনা পজিটিভ। তাঁদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।