বগুড়ায় কোভিডে দুজনের মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোভিড-১৯–এ (করোনাভাইরাস) আক্রান্ত আরও দুজন রোগী মারা গেছেন। তাঁদের একজন মুক্তিযোদ্ধা ও অপরজন ব্যবসায়ী।। গতকাল মঙ্গলবার রাত আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়।
গতকাল রাতে মারা যাওয়া রোগীর নাম মনসুর রহমান (৫৫)। তিনি নওগাঁর রানীনগর উপজেলার চাঁপাপুর ধুপকুন্দি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিলে ওই রোগীকে ৩০ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত আটটায় তাঁর মৃত্যু হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ হাসপাতাল চত্বরে জানাজা শেষে নওগাঁয় পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার রাতে একই হাসপাতালের করোনা ইউনিটে কোভিড পজিটিভ শনাক্ত এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তাঁর নাম শাহজালাল (৭২)। তাঁর বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার রানীরপাড়া এলাকায়। বসবাস করতেন বগুড়া শহরের কৈগাড়ি এলাকায়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি ইঞ্জিনিয়ারিং কোরের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ছিলেন।
হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বর, শ্বাসকষ্টসহ কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে ওই মুক্তিযোদ্ধা ১৫ জুলাই টিএমএসএস মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা দেন। পরীক্ষায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ওই দিনই তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তাঁর লাশ গাবতলীর রানীরপাড়ায় দাফন করা হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় গতকাল রাত পর্যন্ত কোভিডে ৮৩ জনের মৃত্যু হয়েছে।