কুষ্টিয়ায় 'ত্রিমুখী সংঘর্ষে' মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়ায় ‘ত্রিমুখী সংঘর্ষে’ একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে দৌলতপুর উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকায় আবুল কালামের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

নিহত কুদরত মণ্ডল (৫০) উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিয়ামত মণ্ডলের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, রাতে দৌলতপুর থানার পুলিশ গোপন খবরে জানতে পারে, ইটভাটার কাছে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে মাদক ব্যবসায়ীদের একজন নিহত হন। তাঁর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ৪৩ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিনটি গুলি ও একটি হাঁসুয়া উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, কুদরতের বিরুদ্ধে দৌলতপুর থানায় বিভিন্ন সময়ে ছয়টি মাদক–সংশ্লিষ্ট, একটি অস্ত্র আইনে ও একটি মারামারিসংক্রান্ত মামলা রয়েছে।