করোনাকালের ঈদ
বিশ্বজুড়ে করোনা মহামারির থাবা। তবে এর মধ্যে থেমে নেই জীবন। জীবনের প্রয়োজন আর আয়োজনে আছে উৎসবও। বাংলাদেশে আজ শনিবার (১ আগস্ট) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের মসজিদে মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
১ / ৯

২ / ৯

৩ / ৯

৪ / ৯

৫ / ৯

৬ / ৯

৭ / ৯

৮ / ৯

৯ / ৯
