কুমিল্লার কোভিড হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

কুমিল্লার কোভিড হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন। তাঁদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল রোববার রাত নয়টায় মারা গেছেন কুমিল্লার বরুড়া উপজেলার ৬০ বছরের এক ব্যক্তি। বেলা ১১টায় মারা গেছেন চৌদ্দগ্রাম উপজেলার ৫৫ বছরের এক ব্যক্তি। রাত ৯টা ২০ মিনিটে লালমাই উপজেলার ৮০ বছরের এক নারী, রাত নয়টায় লাকসাম উপজেলার ৬৫ বছরের এক ব্যক্তি এবং আজ সোমবার সকালে ৭০ বছরের এক ব্যক্তি মারা গেছেন।

বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১৩৮ জন। কোভিড–১৯ রোগী ৪৩ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১৪ জন নারী। আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যই বেশি।