নূহ-উল-আলম লেনিনের পিএইচডি ডিগ্রি লাভ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁর গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ‘বাঙালি সমাজ ও বাংলা সাহিত্যে সাম্প্রদায়িকতা ও মৌলবাদ: মূল প্রবণতা, পুনঃপাঠ ও পুনর্মূল্যায়ন’।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধীনে অধ্যাপক আফসার আহমেদের তত্ত্বাবধানে লেনিন তাঁর গবেষণা সম্পন্ন করেন। এর বহিঃস্থ পরীক্ষক ছিলেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর উল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি
বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
নূহ-উল-আলম লেনিন ১৯৪৭ সালের ১৭ এপ্রিল মুন্সিগঞ্জের রাণীগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। দুই কন্যাসন্তানের জনক লেনিনের স্ত্রী অধ্যাপিকা কাজী রোকেয়া সুলতানা একজন সাবেক ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী। বিজ্ঞপ্তি।