পানির দূষণ ও সংকট

১ / ৮
বুড়িগঙ্গার দূষিত পানিতে নৌযান চললে তৈরি হয় ফেনা। বিভিন্ন কারখানার বর্জ্য এসে মিশছে নদীতে। বুড়িগঙ্গা প্রথম সেতু, ঢাকা, ২১ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
বুড়িগঙ্গার দূষিত পানিতে নৌযান চললে তৈরি হয় ফেনা। বিভিন্ন কারখানার বর্জ্য এসে মিশছে নদীতে। বুড়িগঙ্গা প্রথম সেতু, ঢাকা, ২১ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৮
দীর্ঘদিন খনন না করায় পলি মাটিতে ভরাট হয়ে গেছে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর একাংশ। তরা, ঘিওর, মানিকগঞ্জ, ২১ মার্চ। ছবি: আব্দুল মোমিন
দীর্ঘদিন খনন না করায় পলি মাটিতে ভরাট হয়ে গেছে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর একাংশ। তরা, ঘিওর, মানিকগঞ্জ, ২১ মার্চ। ছবি: আব্দুল মোমিন
৩ / ৮
চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শতাধিক পরিবারকে বিশুদ্ধ পানির জন্য একটিমাত্র টিউবওয়েলের ওপর নির্ভর করতে হচ্ছে। এ কারণে পানির জন্য স্থানীয় ব্যক্তিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। হাতিয়া কলোনি, পুলের গোড়া এলাকা, চট্টগ্রাম, ২১ মার্চ। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের শতাধিক পরিবারকে বিশুদ্ধ পানির জন্য একটিমাত্র টিউবওয়েলের ওপর নির্ভর করতে হচ্ছে। এ কারণে পানির জন্য স্থানীয় ব্যক্তিদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। হাতিয়া কলোনি, পুলের গোড়া এলাকা, চট্টগ্রাম, ২১ মার্চ। ছবি: জুয়েল শীল
৪ / ৮
বর্ষায় কুমিল্লার গোমতী নদীতে পানি থাকলেও অন্যান্য সময়ে পানি থাকে না এই নদীতে। নদীর মাঝখান দিয়ে হাঁটছেন কয়েকজন। জগন্নাথপুর, কুমিল্লা আদর্শ সদর, ২১ মার্চ। ছবি: এমদাদুল হক
বর্ষায় কুমিল্লার গোমতী নদীতে পানি থাকলেও অন্যান্য সময়ে পানি থাকে না এই নদীতে। নদীর মাঝখান দিয়ে হাঁটছেন কয়েকজন। জগন্নাথপুর, কুমিল্লা আদর্শ সদর, ২১ মার্চ। ছবি: এমদাদুল হক
৫ / ৮
একসময় এই খালে মাছ ধরতেন জেলেরা। এখন মাইঠাদর খালটি ক্ষীণ হতে হতে অস্তিত্ব হারাতে বসেছে। নতুফদিয়া, বোয়ালমারী, ফরিদপুর, ২১ মার্চ। ছবি: আলীমুজ্জামান
একসময় এই খালে মাছ ধরতেন জেলেরা। এখন মাইঠাদর খালটি ক্ষীণ হতে হতে অস্তিত্ব হারাতে বসেছে। নতুফদিয়া, বোয়ালমারী, ফরিদপুর, ২১ মার্চ। ছবি: আলীমুজ্জামান
৬ / ৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরবরাট এলাকা। এখানে একসময় ছিল প্রবহমান পদ্মা। বর্তমানে শুকিয়ে গেছে পদ্মার এ অংশ। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির। রাজবাড়ী, ২১ মার্চ। ছবি: এম রাশেদুল হক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরবরাট এলাকা। এখানে একসময় ছিল প্রবহমান পদ্মা। বর্তমানে শুকিয়ে গেছে পদ্মার এ অংশ। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির। রাজবাড়ী, ২১ মার্চ। ছবি: এম রাশেদুল হক
৭ / ৮
রাজশাহী শহরের তরল বর্জ্য ও দূষিত পানি সরাসরি গিয়ে মিশছে বারণই নদে। নওহাটা, রাজশাহী, ২১ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহী শহরের তরল বর্জ্য ও দূষিত পানি সরাসরি গিয়ে মিশছে বারণই নদে। নওহাটা, রাজশাহী, ২১ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
৮ / ৮
দখল ও দূষণের কারণে বুড়িগঙ্গার সঙ্গে সরাসরি সংযুক্ত খালগুলো নালায় পরিণত হয়েছে। কামরাঙ্গীরচর, ঢাকা, ২১ মার্চ। ছবি: দীপু মালাকার
দখল ও দূষণের কারণে বুড়িগঙ্গার সঙ্গে সরাসরি সংযুক্ত খালগুলো নালায় পরিণত হয়েছে। কামরাঙ্গীরচর, ঢাকা, ২১ মার্চ। ছবি: দীপু মালাকার