৫৩০০ দুস্থ শিশুর মুখে হাসি ফোটাল বন্ধুসভা

রঙিন জামা পেয়ে অন্য শিশুদের সঙ্গে খুশিতে আত্মহারা পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কের বস্তির বাসিন্দা মুনিয়া (বাঁ থেকে তৃতীয়)। পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্ক থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
রঙিন জামা পেয়ে অন্য শিশুদের সঙ্গে খুশিতে আত্মহারা পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কের বস্তির বাসিন্দা মুনিয়া (বাঁ থেকে তৃতীয়)। পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্ক থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

সারা দেশে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এতিম ও দুস্থ শিশুদের নতুন জামা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ৫ হাজার ৩০০টি জামা বিতরণ করা হয়। বন্ধুসভার এই উদ্যোগের নাম ‘একটি করে রঙিন জামা’।
গরিব, দুখী, অসহায় শিশুদের জন্য এসব জামা কেনা হয় বন্ধুসভার বন্ধুদের নিজেদের টাকায়। বন্ধুদের প্রায় ৯০ ভাগই তরুণ। ঈদে দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে তাঁরা কেউ টিউশনির টাকা, নাশতার টাকা, মা-বাবার দেওয়া টাকা বাঁচিয়ে নতুন জামাকাপড় কিনেছেন। তাঁরা উপস্থিত থেকে দেখেছেন নতুন জামা পেয়ে শিশুদের খুশিতে আত্মহারা হয়ে পড়ার দৃশ্য।
সারা দেশের ১০৫টি বন্ধুসভার বন্ধুরা এই কাজে অংশ নিয়েছেন। আরও ১০টি বন্ধুসভার বন্ধুরা ২৫ জুনের মধ্যে নিজ নিজ এলাকায় অসহায় শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করবেন।
গতকাল নতুন জামা পেয়ে খুশিতে আত্মহারা হয় শিশুরা। পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে সুবিধাবঞ্চিত ৩১ দরিদ্র শিশুকে রঙিন জামাকাপড় দেওয়া হয়। এই উপহার পেয়ে মা-বাবা হারানো মুনিয়া (১০) বলে, ‘কী মজা! নতুন জামা পাইছি। এইবারই ঈদে নতুন লাল টকটইক্যা জামা গায় দিমু।’ মুনিয়া থাকে শহরের স্বনির্ভর সড়কের বস্তিতে। মা-বাবার কথা তার মনে নেই। সে থাকে নাইমা বেগম নামের এক নারীর আশ্রয়ে। তা ছাড়া সিয়াম (১১) ও ইয়াসমিন (৫) নামের দুই এতিম ভাইবোন রঙিন জামা পেয়ে বেজায় খুশি। মা তাসলিমা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। ওরা নতুন জামা-কাপড় নিয়ে মায়ের কাছে যাবে বলে দৌড় দেয়।