নভোএয়ারে যুক্ত হলো আরেকটি উড়োজাহাজ

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে এটিআর ৭২-৫০০ মডেলের আরেকটি নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে সংস্থাটির বহরে উড়োজাহাজের সংখ্যা ছয়ে উন্নীত হলো।

নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ কথা জানিয়ে বলা হয়েছে, ৬৮ আসনের নতুন উড়োজাহাজটি আজ বেলা সোয়া দুইটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নতুন উড়োজাহাজ দিয়ে শিগগিরই বরিশালে ফ্লাইট চালুসহ অন্য অভ্যন্তরীণ আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে প্রতিদিন ছয়টি, কক্সবাজার চারটি, যশোর তিনটি, সিলেট একটি, সৈয়দপুরে চারটি, রাজশাহী একটি ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।
২০১৩ সালের জানুয়ারিতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে। নভোএয়ারের সব উড়োজাহাজই এটিআর ৭২-৫০০ মডেলের। এটিআর হলো ফ্রান্স ও ইতালির যৌথ উদ্যোগে গঠিত একটি কোম্পানি।