ঢাকায় নিয়মিত ফ্লাইট চালু করবে ইনডিগো

ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করবে ভারতীয় বিমান বেসরকারি বিমান সংস্থা ইনডিগো। ছবি: সংগৃহীত
ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করবে ভারতীয় বিমান বেসরকারি বিমান সংস্থা ইনডিগো। ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইনডিগো ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করতে যাচ্ছে। আগামী আগস্ট থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে ইনডিগো। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনডিগো জানায়, ঢাকায় নবম আন্তর্জাতিক গন্তব্য হিসেবে তারা ফ্লাইট পরিচালনা করবে। ইনডিগো ফ্লাইট ব্যবহার করে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মুম্বাই যাওয়া যাবে। আগামী ১ আগস্ট ২০১৮ থেকে চালু হওয়া ঢাকা-কলকাতা ফ্লাইটের ভাড়া ৫ হাজার ৩১ টাকা থেকে শুরু হবে। ইনডিগোর ওয়েবসাইট থেকে টিকিট বুক করা যাবে। ঢাকা থেকে প্রথম ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ছেড়ে যাবে কলকাতার উদ্দেশে। রাত নয়টায় তা কলকাতা গিয়ে পৌঁছাবে।
ইনডিগোর চিফ স্ট্র্যাটেজি অফিসার উইলিয়াম বোল্টার বলেন, ঢাকা-কলকাতায় প্রতিদিন ফ্লাইট চলবে। ঢাকায় ফ্লাইট চলাচল আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করবে। বিজ্ঞপ্তি।