টেকসই উন্নয়নে এডিবি ও ইউএনডিপির চুক্তি সই

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসনিক সহায়তার বিষয়ে চুক্তি সই হয়েছে। এ জন্য এডিবি ৪ লাখ ৭১ হাজার ডলার ইউএনডিপিকে দেবে। ইউএনডিপি পার্বত্য অঞ্চলে টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খরচ করবে।

আজ মঙ্গলবার ঢাকার এডিবি কার্যালয়ে এর কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ও ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি চুক্তিতে সই করেন। এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, স্থানীয় পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হবে। এতে সেবা দেওয়া আরও সহজ হবে।

প্রসঙ্গত, ২০০০ সাল থেকে পার্বত্য অঞ্চলের উন্নয়নে এডিবি সহায়তা করছে।