দুই প্রকল্পে ৫ হাজার ১০০ কোটি টাকা দেবে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

প্রাথমিক শিক্ষা ও শহর এলাকায় স্বাস্থ্য খাতে দুটি প্রকল্পে ৬১ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টাকার অঙ্কে এর পরিমাণ ৫ হাজার ১০০ কোটি টাকা। আজ বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এই সংক্রান্ত দুটি পৃথক চুক্তি সই হয়।

চুক্তিতে সই করেন ইআরডি সচিব কাজী শফিকুর আযম ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। রাজধানীর শেরে বাংলানগরের ইআরডি সম্মেলন কক্ষে এই চুক্তি হয়। এতে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫০ কোটি ডলার বা ৪ হাজার ২০০ কোটি টাকা দেওয়া হবে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৪)। এই প্রকল্পের আওতায় ১ কোটি ৮৬ লাখ শিক্ষার্থী উপকার পাবে। একই সঙ্গে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন করা হবে। এ ছাড়া ৩ লাখ ৪০ হাজার শিক্ষকের দক্ষতা বৃদ্ধি করা হবে।

নগর এলাকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অপর প্রকল্পে ১১ কোটি ডলার দেবে এডিবি। এই প্রকল্পের আওতায় দেশের চারটি সিটি করপোরেশন ও ১০টি পৌর এলাকায় অর্থ খরচ করা হবে। ওই সব এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্য সুবিধা বাড়ানো হবে।