আড়াই ঘণ্টায় ডিএসইএক্স বেড়েছে ৭৮ পয়েন্ট

সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে দুই পুঁজিবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৮ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৯৪৩ পয়েন্টে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০৪ পয়েন্ট। গত কার্যদিবস লেনদেন শেষে সূচকটি ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭ পয়েন্টে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৪২১ কোটি ২৭ লাখ টাকা, যা গতকাল মঙ্গলবারের চেয়ে বেশি। গতকাল ও সময় পর্যন্ত লেনদেন হয় ৩৩২ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১১৩টির, অপরিবর্তিত আছে ৩৬টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সিটি ব্যাংক লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, সোনার বাংলা ইনস্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ঢাকা ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও এসএস স্টিল।

গতকাল সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৮৬৫ পয়েন্টে। মোট লেনদেন হয় ৮৯০ কোটি ৬৩ লাখ টাকা।