এক দিন পরই উত্থানে সূচক

সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৯৫২ পয়েন্টে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্টের মতো।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৪৫০ কোটি টাকা, যা গত কার্যদিবসের চেয়ে কিছুটা কম। গতকাল এই সময় পর্যন্ত লেনদেন হয় ৫৭০ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির। কমেছে ১৫১টির। অপরিবর্তিত আছে ৩৯টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ইস্টল্যান্ড, গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এশিয়ান ইনস্যুরেন্স, ইস্টার্ন হাউজিং লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, পাওয়ার গ্রিড, স্কয়ার ফার্মা ও সায়হাম কটন।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৯৩৯ পয়েন্টে। মোট লেনদেন হয় ১ হাজার ১৯৮ কোটি টাকা।