লেনদেনের গতি কম ডিএসইতে

টানা দুই কার্যদিবস সূচক কমলেও আজ উত্থানে লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৯২৮ পয়েন্টে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৫ পয়েন্ট।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩৭১ কোটি টাকা, যা গত কার্যদিবসের চেয়ে বেশ কম। গতকাল এ এই সময় পর্যন্ত লেনদেন হয় ৪৫০ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির। কমেছে ১১১টির। অপরিবর্তিত আছে ৪১টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল পরিমাণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, প্রভাতী ইনস্যুরেন্স, গ্রামীণফোন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, এশিয়ান ইনস্যুরেন্স, বিবিএস ক্যাবলস, লিগ্যাসি ফুটওয়্যার ও ইউনাইটেড ফাইন্যান্স।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৯০৪ পয়েন্টে। মোট লেনদেন হয় ১ হাজার ৯ কোটি টাকা।