৫০ হাজার টাকা ছাড়াল সোনার ভরি

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

চলতি মাসে দ্বিতীয়বারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশেও প্রতি ভরিতে দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়ছে। এতে ভালো মানের সোনার দাম ৫০ হাজার টাকা ছাড়িয়ে যাবে। নতুন দর আজ মঙ্গলবার কার্যকর হওয়ার কথা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল সোমবার রাতে সোনার মূল্যবৃদ্ধির ঘোষণাটি দেয়। মূল্য বৃদ্ধি পাওয়ায় আজ থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৮০৭ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকছে, অর্থাৎ ২৭ হাজার ৫৮৫ টাকা। একইভাবে রুপার ভরি ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত থাকবে।

গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৯৮৯,২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬,১৮ ক্যারেট ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হয়। আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম বাড়ছে।