ছুটির দিনের বিক্রির অপেক্ষায় বিক্রেতারা

বাণিজ্য মেলায় ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে এ্যালয় ফার্নিচার। গতকাল ঢাকার শেরেবাংলা নগরে।  ছবি: প্রথম আলো
বাণিজ্য মেলায় ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে এ্যালয় ফার্নিচার। গতকাল ঢাকার শেরেবাংলা নগরে। ছবি: প্রথম আলো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতি সাপ্তাহিক ছুটির দিনেই ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। এসব দিনে প্রচুর বেচাবিক্রি হয়। সে জন্য শুক্র ও শনিবারের অপেক্ষায় থাকেন মেলায় অংশ নেওয়া বিক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীরা। তাঁদের প্রত্যাশা, আজ শুক্রবারও বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থী মেলায় আসবেন। তবে ছুটির দিন ছাড়াও এখন প্রতিদিনই মেলা জমজমাট থাকে। গতকাল বৃহস্পতিবারও তার ব্যতিক্রম ছিল না।

এবারের মেলায় ইউরোএশিয়া ম্যাট্রেস বা যন্ত্রে তৈরি তোশক, বালিশ, লেপের বিকল্প কমফোর্টার, ফোমসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। প্রথমবারের মতো আসবাবও নিয়ে এসেছে তারা। মেলা উপলক্ষে জিপি স্টার গ্রাহকদের জন্য ১৫ শতাংশ এবং অন্যদের জন্য ১০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে ইউরোএশিয়া। সারা দেশে তাদের নিজস্ব ৮টি বিক্রয়কেন্দ্র ও ২ হাজার ডিলার রয়েছে।

ইউরোএশিয়া ১৬ ধরনের ফেল্ট ম্যাট্রেস ও ২ ধরনের স্প্রিং ম্যাট্রেস বিক্রি করে। এসব ম্যাট্রেসের দাম সাড়ে সাত হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে। এ ছাড়া ক্রেতাদের চাহিদা অনুযায়ী যেকোনো মাপের ম্যাট্রেস বানিয়ে দিতে পারে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক শুভ্রজিৎ সরকার বলেন, ‘বাণিজ্য মেলায় বিক্রি মোটামুটি হলেও অনেকেই আমাদের প্যাভিলিয়নে এসে পণ্যসামগ্রী দেখছেন। তার মানে ভালো ব্র্যান্ডিং হচ্ছে। এটিই সারা বছর আমাদের পণ্য বিক্রিতে ইতিবাচক প্রভাব রাখবে।’

ইউরোএশিয়ার প্যাভিলিয়নে ম্যাট্রেস, বালিশ, তোশক, ফোমসহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে আছে মূল্যছাড়। গতকাল ঢাকার শেরেবাংলা নগরে।  ছবি: প্রথম আলো
ইউরোএশিয়ার প্যাভিলিয়নে ম্যাট্রেস, বালিশ, তোশক, ফোমসহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে আছে মূল্যছাড়। গতকাল ঢাকার শেরেবাংলা নগরে। ছবি: প্রথম আলো

মেলায় এ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, ওয়ার্ডরোব, কিচেন কেবিনেট, চেয়ার, গৃহসজ্জার সরঞ্জাম ইত্যাদি নিয়ে এসেছে। তাদের আসবাবের সবই অ্যালুমিনিয়ামের তৈরি। খাট ২৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা, আলমারি ৩৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা, ড্রেসিং টেবিল ৬ হাজার থেকে ২২ হাজার টাকা, শোকেস ২৫ হাজার থেকে ৫৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তা ছাড়া কিচেন কেবিনেটের প্রতি বর্গফুটের দাম ১ হাজার ৩০০ থেকে ২ হাজার ৮০০ টাকার মধ্যে। অবশ্য মেলা উপলক্ষে ৫ থেকে ২০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে এ্যালয় ফার্নিচার।

জানতে চাইলে এ্যালয় ফার্নিচারের ব্যবস্থাপক নাছির উদ্দিন গতকাল বলেন, ‘মেলায় আমরা ভালো সাড়া পাচ্ছি। মেলার শেষ দিকে হওয়ায় বিক্রিও আগের চেয়ে বেড়েছে। এবারের মেলায় অনেক ক্রেতাই আসবাব সামগ্রী বুকিং দিচ্ছেন। তবে সেগুলো নেবেন এক-দুই মাস পর। মূলত মেলায় বুকিং দিয়ে মূল্য ছাড়ের সুবিধা নিচ্ছেন তাঁরা।’

দেশের স্বনামধন্য ব্যবসায়িক গোষ্ঠী এসিআই গ্রুপ গত বছরের এপ্রিলে প্লাস্টিক পণ্যের ব্যবসায় নেমেছে। তাদের ব্র্যান্ডের নাম এসিআই প্রিমিও প্লাস্টিক। বাণিজ্য মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নে জগ, মগ, বালতি, গামলা, চেয়ার, ওয়ার্ডরোব, টিফিন বক্স ইত্যাদি পণ্য প্রদর্শন ও খুচরা বিক্রি করছে এসিআই প্রিমিও প্লাস্টিক। সব মিলিয়ে ৩৫টি রঙের প্লাস্টিক পণ্য বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

এসিআই প্রিমিও প্লাস্টিকের প্যাভিলিয়নে পণ্য দেখছেন ক্রেতারা। বাণিজ্য মেলায় প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। গতকাল ঢাকার শেরেবাংলা নগরে।  ছবি: প্রথম আলো
এসিআই প্রিমিও প্লাস্টিকের প্যাভিলিয়নে পণ্য দেখছেন ক্রেতারা। বাণিজ্য মেলায় প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। গতকাল ঢাকার শেরেবাংলা নগরে। ছবি: প্রথম আলো

এসিআই প্রিমিও প্লাস্টিক তাদের সব ধরনের পণ্যের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। এ ছাড়া ন্যূনতম ৫ হাজার টাকার পণ্য কিনলে বিনা খরচে ক্রেতার বাড়ি পৌঁছে দিচ্ছে পণ্যসামগ্রী। প্লাস্টিকের আসবাব পণ্যের ওপর আছে আজীবন ওয়ারেন্টি।

জানতে চাইলে এসিআই প্রিমিও প্লাস্টিকের বিজনেস ডিরেক্টর প্রদীপ কুমার পোদ্দার বলেন, ‘প্রথমবার মেলায় অংশ নিয়ে ভোক্তাদের কাছ থেকে ভালো সাড়া মিলছে, যা আমাদের আগামী পথচলায় অনুপ্রেরণা দেবে। ভবিষ্যতে আমরা কিচেন অ্যাপ্লায়েন্স, মেলামাইন টেবিলওয়্যার, গ্যাস স্টোভ বাজারে আনব। সব সময়ই আধুনিক জীবনযাত্রার সঙ্গে মানানসই নিত্যনতুন পণ্য নিয়ে আসার প্রচেষ্টা থাকবে আমাদের।’