সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন বেড়েছে

সূচকের মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮০৭ পয়েন্টে। তবে লেনদেনের গতি গতকাল মঙ্গলবারের চেয়ে আজ কিছুটা বেড়েছে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৫ পয়েন্ট।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩০৮ কোটি টাকা, যা গতকালের চেয়ে কিছুটা বেশি। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৬৫ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির। কমেছে ১২২টির। অপরিবর্তিত ৬৪টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোস লিমিটেড, সোনার বাংলা ইনস্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, এশিয়ান ইনস্যুরেন্স, ন্যাশনাল টিউবস, সুহৃদ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন ও মুন্নু সিরামিকস।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৮০০ পয়েন্টে। মোট লেনদেন হয় ৭০৬ কোটি টাকা।