ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমছে

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮০৭ পয়েন্টে। তবে লেনদেনের গতি গতকাল বুধবারের চেয়ে আজ কিছুটা কমেছে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭০ পয়েন্ট।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ২৮৮ কোটি টাকা, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা কম। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩০৮ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯২টির। কমেছে ৮১টির। অপরিবর্তিত ৫৯টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সোনার বাংলা ইনস্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইল ক্র্যাফট, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ফরচুন, মুন্নু স্টাফলার, সুহৃদ, বার্জার পেইন্টস কোম্পানি লিমিটেড ও প্রভাতি ইনস্যুরেন্স।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৭৮৬ পয়েন্টে। মোট লেনদেন হয় ৭৬৬ কোটি টাকা।