সূচকের দরপতন অব্যাহত দুই পুঁজিবাজারে

শেয়ারবাজার
শেয়ারবাজার

সূচকের ব্যাপক দরপতন লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট। দুই ঘণ্টায় লেনদেনের পরিমাণ মাত্র ১৫৩ কোটি ৯৪ লাখ টাকা।

একই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১১৯ পয়েন্ট। তা অবস্থান করছে ১৬ হাজার ৯৮৯ পয়েন্টে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির। কমেছে ১৬৬টির। অপরিবর্তিত ৫৪টির।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, সুহৃদ, জেএমআই সিরিঞ্জেস, গ্রামীণফোন, ডাচ্‌–বাংলা ব্যাংক, বিএটিবিসি, মুন্নু সিরামিকস, ন্যাশনাল পলিমার, লিগ্যাসি ফুটওয়্যার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৫৭০ পয়েন্টে। মোট লেনদেন হয় ৩৯০ কোটি ৯৯ লাখ টাকা।