ঢাকায় পুমার বিক্রয়কেন্দ্র চালু

বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার বিক্রয়কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারসহ ডিবিএল গ্রুপের কর্ণধারেরা। গতকাল ঢাকার বনানীতে।  ছবি: ডিবিএলের সৌজন্যে
বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার বিক্রয়কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারসহ ডিবিএল গ্রুপের কর্ণধারেরা। গতকাল ঢাকার বনানীতে। ছবি: ডিবিএলের সৌজন্যে

বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা। ঢাকার বনানীর ১১ নম্বর সড়কে ব্র্যান্ডটির প্রথম বিক্রয়কেন্দ্র চালু হয়েছে গতকাল রোববার। ২ হাজার ২০০ বর্গফুট আয়তনের বিক্রয়কেন্দ্রটিতে পুমার সব ধরনের পণ্য পাওয়া যাবে। বাংলাদেশে পুমার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি পার্টনার ডিবিএল গ্রুপ।

পুমার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল হাজির হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আবু হায়দার রনি ও মোসাদ্দেক হোসেন। আরও উপস্থিত ছিলেন পুমা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি, মাল্টি ব্র্যান্ড চ্যানেলের বিজনেস হেড পুলক চৌধুরী, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম এবং উপব্যবস্থাপনা পরিচালক এম এ কাদের।

পুমা বর্তমানে ১২০টির বেশি দেশে ব্যবসা করছে। তাদের কর্মীর সংখ্যা ১৩ হাজার। রুডলফ ডেসলার নামের একজন জার্মান ৭১ বছর আগে ১৯৪৮ সালে পুমা ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। মজার বিষয় হচ্ছে, রুডলফের বড় ভাই অ্যাডলফ ডেসলার খেলার সামগ্রীর আরেক বিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাসের প্রতিষ্ঠাতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দুই ভাই মিলে ডেসলার ব্রাদার্স সু ফ্যাক্টরি নামে একটি জুতার কারখানা চালাতেন। কোবরা গলফ নামের পুমার একটি সহযোগী ব্র্যান্ড আছে।

পুমার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, ‘পুমার মতো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টস ব্র্যান্ড বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আশা করি, ভবিষ্যতে পুমার আরও স্টোর চালু হবে।’

আয়তনের দিক দিয়ে বনানীতে উদ্বোধন হওয়া পুমার বিক্রয়কেন্দ্রটি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। এমন তথ্য জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পুমা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের বাজার আমাদের কার্যক্রম শুরুর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ক্রীড়া সংস্কৃতি বাংলাদেশ দ্রুত অগ্রসরমাণ।’

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, ‘ঢাকার গুরুত্বপূর্ণ একটি জায়গায় পুমার প্রথম বিক্রয়কেন্দ্র চালু করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশে পুমার কার্যক্রম আরও বিস্তৃত হবে। এই ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে গ্রাহকদের পুমার সেরা সব পণ্য ও অভিজ্ঞতা গ্রহণের সুযোগ করে দিতে চাই।’

বিশ্বব্যাপী পুমার ব্যবসা দিন দিন বাড়ছে। ব্র্যান্ডটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে ৪৬৪ কোটি ৮৩ লাখ ইউরোর (১ ইউরোতে ১১০ টাকা) পণ্য বিক্রি করেছে তারা। এর আগের বছর তাদের বিক্রি ছিল ৪১৩ কোটি ৫৯ লাখ ইউরো। সেই হিসাবে গত বছর তাদের বিক্রি বেড়েছে প্রায় ১২ দশমিক ৪ শতাংশের মতো। খরচ বাদ দিলে গত বছর পুমার মোট মুনাফা দাঁড়ায় ২২৪ কোটি ৯৪ লাখ ইউরো, যা ২০১৭ সালের চেয়ে ১৫ শতাংশ বেশি।