পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে ফ্রেশ

পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে ‘ফ্রেশ’। ছবি: সংগৃহীত
পবিত্র রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে ‘ফ্রেশ’। ছবি: সংগৃহীত

আমাদের জীবনে পবিত্র মাহে রমজান আসে সংযম ও সহমর্মিতার বার্তা নিয়ে। সবাইকে নিয়ে ভালো থাকার মাঝে রমজানের প্রকৃত মহিমা। দিনব্যাপী পানাহার থেকে বিরত থাকার পর আমাদের প্রতিদিনের ইফতারে থাকে নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন, ঘরে ঘরে, হোটেলে বা রেস্তোরাঁয় চলে ইফতার পার্টি। অথচ খোঁজ নিয়ে দেখি আমাদের খুব কাছাকাছি থাকা সুবিধাবঞ্চিত মানুষগুলো প্রতিদিন ইফতারে কী খাচ্ছে? আমাদের মধ্যে বেশির ভাগই হয়তো খোঁজ রাখি না আমাদের ঘরে কাজ করা মেয়েটা অথবা নিত্যদিনের বাজার বয়ে দিয়ে যাওয়া ছেলেটা সারা দিন বাদে ইফতারে কী খাচ্ছে, সারা দিন সংযমের পর এক গ্লাস পানি আর সামান্য কিছু খাবার হয়তো এই মানুষগুলোর কাছে মহার্ঘ্য।

সয়াবিন তেল, মসুর ডাল, লবণ ও চিনির বিশেষ এই কম্বো প্যাকের বাজারমূল্য ৩১৪ টাকা। রমজানে সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ফ্রেশ এই কম্বো প্যাকের দাম রাখছে ২৭৪ টাকা। ছবি: সংগৃহীত
সয়াবিন তেল, মসুর ডাল, লবণ ও চিনির বিশেষ এই কম্বো প্যাকের বাজারমূল্য ৩১৪ টাকা। রমজানে সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ফ্রেশ এই কম্বো প্যাকের দাম রাখছে ২৭৪ টাকা। ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের মাহাত্ম্যকে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে ‘ফ্রেশ’। এই রমজানে একান্ত প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে ফ্রেশ দিচ্ছে হ্রাসকৃত মূল্যে বিশেষ কম্বো প্যাক। এই কম্বো প্যাকে থাকছে ১ লিটার সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, ১ কেজি ফ্রেশ দেশি মসুর ডাল, ১ কেজি ফ্রেশ প্রিমিয়াম লবণ ও ১ কেজি ফ্রেশ রিফাইন্ড চিনি, যার বাজারমূল্য ৩১৪ টাকা। রমজানে সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে ফ্রেশ এই কম্বো প্যাকটি দাম রাখছে ২৭৪ টাকা। এই কম্বো প্যাকটি পাওয়া যাচ্ছে নির্দিষ্ট সুপার শপে। এ ছাড়া এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্রি হোম ডেলিভারি পেতে যোগাযোগ করুন হটলাইন নম্বরে-০৯৬৬৬৭৭৩৩৯৯ (সকাল ৯.৩০ মিনিট থেকে বিকেল ৪.৩০ মিনিটের যেকোনো সময়)। এ প্যাকটির মাধ্যমে আপনিও মিশে যেতে পারেন সুবিধাবঞ্চিত মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে। ডাল, লবণ, তেল, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারে, ছড়িয়ে দিতে পারে সৌহার্দ্য। এই রমজানে সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়ুক সবখানে।