মানুষের জন্য প্রযুক্তি

টিএমএসএস আইসিটির কর্মীরা দিচ্ছেন তথ্যপ্রযুক্তি সেবা। ছবি: প্র বাণিজ্য
টিএমএসএস আইসিটির কর্মীরা দিচ্ছেন তথ্যপ্রযুক্তি সেবা। ছবি: প্র বাণিজ্য

১৯৮০ সাল থেকে

টিএমএসএস জাতীয় পর্যায়ের অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৮০ সাল থেকে কাজ করে যাচ্ছে। সারা দেশে ১ হাজার ৭০০ শাখা অফিসের মাধ্যমে আইসিটি, স্বাস্থ্য, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনসহ প্রায় ১১৪ রকম কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০১৪ সালে ‘টিএমএসএস আইসিটি লিমিটেড’ প্রতিষ্ঠিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তি সেবা প্রদান করছে। এটি নারী নেতৃত্বে পরিচালিত সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর চেয়ারম্যান অধ্যাপক হোসনে-আরা বেগম ও ব্যবস্থাপনা পরিচালক নিগার সুলতানা

প্রযুক্তিতে

টিএমএসএস সুনামের সঙ্গে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার ও অ্যাপ তৈরি, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্টসহ তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও শিক্ষানবিশি কর্মসূচি পরিচালনা করছে। একই সঙ্গে ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান। শিক্ষার্থীরা ইন্টার্নশিপ শেষে নিজ নিজ কলেজে ফিরে গিয়ে প্রজেক্ট উপস্থাপন শেষে চাকরিতে যোগদানের পাশাপাশি উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে পারেন।

ভিন্নতা

ক্ষুদ্রঋণ পরিচালনায় দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতার আলোকে টিএমএসএস আইসিটি লিমিটেড থেকে মাইক্রোফাইন্যান্স সলিউশন সফটওয়্যার তৈরি করা হয়েছে। এটি টিএমএসএসের শাখাগুলোতে পরিচালিত হচ্ছে। টিএমএসএসের বিভিন্ন উদ্যোগে এডুকেশন ইআরপি, ম্যাল্টি-লেয়ার কম্প্রেসিভ অ্যাকাউন্টিং সফটওয়্যার, হসপিটাল ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন সফটওয়্যার নির্মাণ করা হয়েছে। টিএমএসএস আইসিটি লিমিটেডের প্রতিটি সফটওয়্যার ব্যবহার খুবই সহজ এবং দামও হাতের নাগালে।

শিক্ষার্থীদের জন্য

বর্তমানে লেখাপড়া, চাকরিসহ সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অনুধাবন করে সিএসআর হিসেবে টিএমএসএস আইসিটি লিমিটেড বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রতিবছর এসএসসি পরীক্ষা সম্পন্নকারীদের দুই মাস মেয়াদি সম্পূর্ণ বিনা মূল্যে বেসিক কম্পিউটার কোর্স করাচ্ছে। কোর্সগুলো ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও বগুড়ায় পরিচালিত হয়।

সাফল্য

প্রতিষ্ঠার পর থেকে টিএমএসএস আইসিটি লিমিটেড বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার তৈরি করেছে, যা বর্তমানে দেশি–বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটাবেইস সফটওয়্যার তৈরি করে।

l প্র বাণিজ্য প্রতিবেদক