উদ্যমী কর্মীরাই পারবেন ব্যবসার গতি ফেরাতে

সৈয়দ আলমগীর
সৈয়দ আলমগীর

কিছু পণ্যের চাহিদা বেশি থাকলেও সামগ্রিকভাবে চাহিদা কমে গেছে। তবে আমাদের কোম্পানির কথা যদি বলেন, তাহলে বলব বিক্রি ঠিকই আছে। কারণ আমরা বেশির ভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করি। কিন্তু অনেক শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, কারণ বর্তমান পরিস্থিতিতে তাদের পণ্যের চাহিদা কম।

আমরা এখন স্বাস্থ্য সুরক্ষার ওপর বেশি জোর দিচ্ছি। সেটা নিশ্চিত করে উৎপাদন, বিপণন ও সরবরাহ ঠিক রাখার চেষ্টা হচ্ছে। তবে স্বাভাবিক সময়ের মতো কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।

আমরা কর্মীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করেছি। বিক্রি ঠিক আছে বলে নয়, আমাদের কোম্পানির নীতি হলো, যত অসুবিধাই হোক, কর্মীদের বেতন-ভাতা অগ্রাধিকারে থাকবে। এটা অনেকটা মানসিকতারও বিষয়।

আমার মনে হয়, ওষুধ ও টিকা আসার আগে করোনার প্রভাব পুরোপুরি কাটবে না। অতএব, ব্যবসা-বাণিজ্যে কষ্ট হবে। ছোটরা বিপাকে পড়ে যাবে।

বিশ্ব এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে এখন নতুন কৌশল নিতে হবে। মানুষের আয় কমবে। ব্যয়ের প্রবণতা কমবে। যারা এক কেজি করে কিনত, তারা এখন আধা কেজি করে কিনবে। এমন অনেক কিছুই দেখা যাবে। এ সময় পণ্য মানুষের উপযোগী করে সাজাতে হবে।

এ সময় বাজার হিস্যা হারানোর আশঙ্কা কম। কারণ, সবাই সমস্যায়। মান ঠিক রেখে সাশ্রয়ী দামে পণ্য সরবরাহ করলে বাজার ধরে রাখা যাবে।

মনে রাখা দরকার, কর্মীদের মনোবল ও উদ্যম ধরে রাখা জরুরি। করোনা-পরবর্তী সময়ে একটি হতোদ্যম কর্মিবাহিনী নিয়ে আপনি ব্যবসা ঘোরাতে পারবেন না। উদ্যমী কর্মীরাই ব্যবসার গতি ফেরাবেন।

সৈয়দ আলমগীর : ব্যবস্থাপনা পরিচালক, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস