করোনায় মারা গেলেন রিহ্যাবের পরিচালক

মোহাম্মদ আবু বকর সিদ্দিক
মোহাম্মদ আবু বকর সিদ্দিক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক মুক্তিযোদ্ধ মোহাম্মদ আবু বকর সিদ্দিক মারা গেছেন।

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, করোনায় আক্রান্ত মোহাম্মদ আবু বকর সিদ্দিক গতকাল সোমবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। তিনি মেদিনী বিল্ডার্সের চেয়ারম্যান ছিলেন।

রিহ্যাব সভাপতি বলেন, 'পরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিকের মৃত্যুতে রিহ্যাবের পরিচালনা পর্ষদ গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।'
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার জানানো হয়, এ ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ১৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনের করোনা শনাক্ত হলো।