বাংলাদেশে এয়ার এশিয়ার যাত্রা শুরু

এয়ার এশিয়া বাংলাদেশ থেকে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করেছে। ফলে কুয়ালালামপুর হয়ে এয়ার এশিয়ার সংযোগ ফ্লাইটের মাধ্যমে বিশ্বের ১২৯টির বেশি গন্তব্যে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের যাত্রীরা।
ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা পথে গত ১০ জুলাই থেকে ফ্লাইট চালু করে এয়ার এশিয়া। তবে এ পথে আনুষ্ঠানিকভাবে ফ্লাইটের উদ্বোধন করা হয় গত বৃহস্পতিবার। ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার মাদাম নরলিন ওথমেন, এয়ার এশিয়ার প্রধান নির্বাহী আইরিন ওমর, টোটাল এয়ার সার্ভিসের সিইও সাদি আবদুল্লাহ ও চেয়ারম্যান মুজিবুল হক। বিজ্ঞপ্তি।