এক আসনের জন্য লড়বে ৩৮প্রার্থী

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৮ জন শিক্ষার্থী লড়বেন। ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে এবার ৮৭ হাজার ১৩৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ মো. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ প্রমুখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় ২ হাজার ২৭৫ আসনের বিপরীতে ৮৭ হাজার ১৩৫টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ২ হাজার ৮২টি, ‘বি’ ইউনিটে ৪২০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৩৯৮টি, ‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭ হাজার ৪৩৫টি, ‘ডি’ ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ১৬ হাজার ৬৪৬টি, ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১২ হাজার ৯৬৬টি, ‘এফ’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে ৩ হাজার ৭৫৯টি, ‘জি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে ৯ হাজার ১১৮টি এবং ‘এইচ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১০ হাজার ৭৩১টি আবেদন জমা পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা নস্যাৎ করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি। শতভাগ ত্রুটিমুক্ত ভর্তি পরীক্ষা আয়োজনে করণীয় সবকিছু করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।’

গত ১৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। শেষ হয় গতকাল ১৯ নভেম্বর রোববার। আগামী ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন মোট চারটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বণ্টন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়েছে।