এইচএসবিসি-আইবিএ বিজনেস কেস কম্পিটিশন ২০১৮-এ আরকেইনের বিজয়

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

প্রতিযোগিতায় তখন চূড়ান্ত পর্ব চলছে। ছয়টি দল। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পাবে তিনটি। বাকি তিন দলকে প্রায় খালি হাতেই ফিরতে হবে। এমন সময় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) দল আরকেইনের বানানো পাওয়ার পয়েন্ট ফাইলটাকে যেন ভূতে ধরল! নির্ধারিত সময় শেষ হতে তখন ৫ থেকে ১০ মিনিট বাকি। এদিকে স্লাইডগুলো সব ওলটপালট হয়ে গেছে। এখন উপায়?

শেষমেশ আবার নতুন করে স্লাইডগুলো ঠিকঠাক করতে হয়েছিল মাহীর আবিদ, খতিব মোহাম্মদ, আহমেদ ইউসুফ ও ফাবিয়া শাহ্‌জাদিকে। তাই বলে তাঁরা কিন্তু খালি হাতে ফেরেননি। ৮ এপ্রিল অনুষ্ঠিত এইচএসবিসি-আইবিএ বিজনেস কেস কম্পিটিশন ২০১৮-এর গোল্ড উপাধিপ্রাপ্ত দলটির নাম আরকেইন! দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এ প্রতিযোগিতার আয়োজক। এ বছর সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ছয়টি দলকে বাছাই করা হয় প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে সেরা তিন দলকে দেওয়া হয় গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ উপাধি। বিজয়ী দলের সদস্য মাহীর আবিদ, খতিব মোহাম্মদ ও আহমেদ ইউসুফ ইউআইইউর চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ফাবিয়া শাহ্জাদি পড়েন তৃতীয় বর্ষে। এই চার শিক্ষার্থীই বাংলাদেশের হয়ে লড়বেন হংকংয়ে, যেখানে বিভিন্ন দেশের আরও ১০টি দল অংশ নেবে প্রতিযোগিতায়। প্রতিযোগিতার সময়ের কথা স্মরণ করে ফাবিয়া শাহ্‌জাদি বলেন, ‘ভাগ্য ভালো, আমাদের প্রেজেন্টেশনটা ভালো ছিল। তাই দেরি হওয়ার পরও আমরা পিছিয়ে পড়িনি।’

কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন? জানতে চাই আহমেদ ইউসুফের কাছে। বললেন, ‘এসব ক্ষেত্রে প্রস্তুতি বলতে কিন্তু চর্চাটাকেই বোঝায়। এই প্রতিযোগিতাটি টিম আরকেইনের তৃতীয় প্রতিযোগিতা ছিল। এর আগে আমরা একটি প্রতিযোগিতায় ফাইনালিস্ট ও আরেকটিতে সেমিফাইনালিস্ট হই। প্রথম প্রথম অনেক প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছি। কিন্তু হাল ছাড়িনি, লেগে ছিলাম। লেগে থাকতে থাকতে ও নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে নিতেই আমাদের এই সফলতা।’

অবশেষে জয় পেয়ে আরকেইনের সবাই বেশ খুশি। খতিব মোহাম্মদ নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘পথচলা সহজ ছিল না, নিজেদের প্রমাণ করতে পেরে সবচেয়ে ভালো লাগছে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করব বিশ্বমঞ্চে—এই অনুভূতি সত্যি অসাধারণ!’

পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের ডেপুটি সিইও ও হোলসেল ব্যাংকিং-প্রধান মো. মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তৃতায় বলেন, ‘এইচএসবিসি বিজনেস কেস কম্পিটিশনটি ব্যবসায় শিক্ষা বিভাগে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সাহায্যে প্রকৃত ব্যবসায়িক সমস্যা বা বিজনেস কেস সমাধানের তথা প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। আমরা এমন মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে গর্বিত।’

টিম আরকেইনের সদস্যরা হংকং যাচ্ছেন জুনের প্রথম সপ্তাহে, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সামনের দিনগুলো যে সহজ নয়, তাঁরা জানেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানার ফল তো এরই মধ্যে পেয়েছেন। তাই আরকেইনের প্রতিটি সদস্যকে দৃঢ় প্রত্যয়ীই মনে হলো। নিজ বিশ্ববিদ্যালয়কে গৌরব এনে দিয়েছেন। এবার দেশকে গর্বিত করার পালা।