ডাকসুতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ন্যূনতম প্রতিনিধিত্বের দাবিতে আজ মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ন্যূনতম প্রতিনিধিত্বের দাবিতে আজ মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ন্যূনতম প্রতিনিধিত্ব চান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) ঢাকা মহানগর শাখার সভাপতি নিশৈ মং মারমা। তিনি সংবাদ সম্মেলনে ডাকসুতে প্রতিনিধত্বসহ আট দফা দাবি তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ শিক্ষা কোটা সংরক্ষণের দাবি করা হয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে ও মেয়েদের হলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ, জগন্নাথ হলে নির্মিতব্য রবীন্দ্রভবনে পর্যাপ্ত পরিমাণ আসন সংরক্ষণ, টিএসসিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য কক্ষ, বিভিন্ন শিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সহযোগিতা, পাঠাগারে ক্ষুদ্র জাতিগোষ্ঠী–সংক্রান্ত বইপত্র এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গারো ছাত্রসংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জেউন্স রিচার্স ঘাগড়া। উপস্থিত ছিলেন সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের (সাসু) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মুরমু, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অমর শান্তি চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি কিংশুক চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য রুনি চাকমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি অসীম রায় ত্রিপুরা প্রমুখ।