এবারও উপাচার্যের আশ্বাস পেল না ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে করার দাবি পুনর্ব্যক্ত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এটিসহ সাত দফা দাবিতে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের বাইরে অবস্থান ও সমাবেশ কর্মসূচি পাল করে। পরে উপাচার্যের সঙ্গে দেখা করে এ দাবি তবে তুললে উপাচার্য তাঁদের কোনো আশ্বাস দেননি৷ একই দাবিতে আশ্বাস পেতে গত মঙ্গলবার উপাচার্যের সঙ্গে দেখা করেছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা৷ সেবারও তাঁরা কোনো আশ্বাস পাননি৷

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল৷ মধুর ক্যানটিনের সামনে থেকে অপরাজেয় বাংলা, শ্যাডো ও মল চত্বর হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ের সামনে যান ছাত্রদলের নেতা-কর্মীরা৷ প্রায় ২০০ নেতা-কর্মীর এই মিছিলের নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী৷

উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা৷ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী। দেড় ঘণ্টাব্যাপী এই সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান, গোলাম মোস্তফা, আবদুল করিম সরকার, আবুল হাসান প্রমুখ৷ বক্তব্যে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাকে ‘একপেশে’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন৷ সমাবেশ চলাকালে উপাচার্য কার্যালয়ের ফটক ভেতর থেকে তালাবদ্ধ ছিল৷

আকরামুল হাসান বলেন, ‘যৌক্তিক দাবিদাওয়া নিয়ে আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারে দ্বারে গিয়েছি৷ কিন্তু আমাদের কোনো দাবিদাওয়াই বাস্তবায়ন করা হয়নি৷ আমরা যেসব দাবি জানিয়েছি, ছাত্রলীগ ছাড়া অন্য ছাত্রসংগঠনগুলোও একই দাবিতে কর্মসূচি পালন করেছে৷ নির্দিষ্ট একটি সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য যেনতেনভাবে একটি নির্বাচন আয়োজন করা হচ্ছে৷ ছাত্ররা এটা মেনে নেবে না৷’

সমাবেশ শেষে উপাচার্য কার্যালয়ের ফটকের তালা খুলে দিয়ে ছাত্রদলের শীর্ষ নেতাদের উপাচার্যের সঙ্গে দেখা করার পরামর্শ দেন বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টর৷ তাঁর পরামর্শে ছাত্রদলের তিন শীর্ষ নেতাসহ সাত সদস্যের প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে দেখা করে তাদের দাবি পুনর্ব্যক্ত করে৷ উপাচার্য তাঁদের কথা শুনলেও কোনো আশ্বাস দেননি৷ পরে তাঁরা ফিরে যান৷

উপাচার্যের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য আমাদের কথা শুনেছেন৷ এর আগেও একই দাবিতে আমরা তাঁর সঙ্গে দেখা করেছিলাম৷ তখন যেসব কথা বলেছিলেন, এবারও তা-ই বলেছেন৷ তিনি আমাদের কোনো ধরনের আশ্বাস দেননি৷’

এদিকে ছাত্রত্ব থাকলেও ডাকসুর ভোটার তালিকায় নাম না আসায় উচ্চ আদালতে রিট করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় এক নেত্রী৷ এর সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, ‘ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন উৎসবমুখর, তখন সাধারণ শিক্ষার্থীদের ভোটের রায়কে ছিনতাই করার জন্য ছাত্রদলের পৃষ্ঠপোষকতায় আদালতের কাঁধে বন্দুক রেখে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আবার ছিনিমিনি খেলার চেষ্টা করা হচ্ছে৷ ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীবিরোধী এ অবস্থানকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি৷’