২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বহুনির্বাচনী প্রশ্নোত্তর|

প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে।
২০০. বই পড়া এবংশিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের মধ্যে ভাবগত ঐক্য কোনটি?
i অর্থলিপ্সা বিবেককে ধ্বংস করে
ii. সুশিক্ষা আত্মার মুক্তি দান করে
iii. অন্নবস্ত্রের সমাধান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii

সঠিক উত্তর: গ. i ও ii

২০১।পারী প্রবন্ধে বর্ণিত আমেরিকান-দের চোখে পারী কেমন?

ক. পর্যটন নগর খ. সৌন্দর্যের দেশ

গ. আমেরিকার রাজধানী

ঘ. ইউরোপের রাজধানী

সঠিক উত্তর: ঘ. ইউরোপের রাজধানী।

২০২।পারী প্রবন্ধে বর্ণিত গোটা ইউরোপের মধ্যে পারীতে কোন শিল্পের পরিচয় অধিক হিসেবে দেখা যায়?

ক. বস্ত্রশিল্পের খ. চিত্রশিল্পের

গ. রন্ধনশিল্পের ঘ. চারুশিল্পের

সঠিক উত্তর: গ. রন্ধনশিল্পের।

২০৩।পারী নগর কাদের আশ্রয়দাত্রী?

ক. অসহায়দের খ. ধর্মহীনদের

গ. সর্বদেশের পলাতকদের

ঘ. কৃষকদের

সঠিক উত্তর: গ. সর্বদেশের পলাতকদের।

২০৪। অন্নদাশঙ্করের মতে পারীর আসল সৌন্দর্য কোথায়?

ক. কাফেগুলোতে খ. মিউজিয়ামগুলোতে

গ. প্রশস্ত সরল রাজপথগুলোতে

ঘ. প্লেগ্রাউন্ডগুলোতে

সঠিক উত্তর: গ. প্রশস্ত সরল রাজপথগুলোতে।

২০৫।পারী প্রবন্ধে উল্লিখিত লন্ডনের মতো পারীতে কী বিরল?

ক. কাফে খ. রাস্তা

গ. মিউজিয়াম ঘ. পার্ক

সঠিক উত্তর: ঘ. পার্ক।

২০৬। ফ্রান্সের কাফেগুলোতে কত টাকা খরচ করে দুই ঘণ্টা এক স্থানে বসা ও প্রাণ খুলে গল্প করা যায়?

ক. দু-এক আনায়

খ. দু-চার আনায়

গ. চার-পাঁচ আনায় ঘ. দু-তিন আনায়

সঠিক উত্তর: খ. দু-চার আনায়।

২০৭। অন্নদাশঙ্কর রায়ের মতে ইংল্যান্ড-ফ্রান্সে জন্ম নিলে কী সুবিধা পাওয়া যায়?

ক. আর্থিক খ. দৈহিক

গ. আত্মিক ঘ. দৈশিক

সঠিক উত্তর: গ. আত্মিক।

২০৮।দিব্যজ্ঞান বলতে কী বোঝায়?

ক. লৌকিক জ্ঞান খ. অলৌকিক জ্ঞান

গ. বাস্তব জ্ঞান ঘ. অবাস্তব জ্ঞান

সঠিক উত্তর: খ. অলৌকিক জ্ঞান।

২০৯।দুই মুসাফির গল্পেপথিক শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?

ক. শাব্দিক অর্থে খ. ফকির অর্থে

গ. রূপক অর্থে ঘ. আভিধানিক অর্থে

সঠিক উত্তর: গ. রূপক অর্থে।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

 সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা