'হিজরত' শব্দের অর্থ দেশ ত্যাগ

সঠিক প্রশ্নোত্তর  অংশ-২৬

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লেখ’-এর ওপর প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
১৮. তখনকার দিনে আরবে একজন বিখ্যাত ধনী ও বিদূষী মহিলা ছিলেন। তাঁর নাম কী?
ক. খাদিজা খ. মাইসারা গ. হালিমা ঘ. সোয়েবা
উত্তর: ক. খাদিজা
১৯. হজরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াতে সর্বপ্রথমে কে ইসলাম ধর্ম গ্রহণ করেন?
ক. বিবি হালিমা খ. মা আমিনা
গ. সায়েবা ঘ. হজরত খাদিজা (রা.)
উত্তর: ঘ. হজরত খাদিজা (রা.)
২০. বয়ঃপ্রাপ্ত পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন?
ক. হজরত আলী (রা.) খ. হজরত লূত (আ.)
গ. হজরত আবু বকর (রা.)
ঘ. হজরত ইসমাইল (আ.)
উত্তর: গ. হজরত আবু বকর (রা.)
২১. যারা আল্লাহ তাআলা ও রাসূলের কথা মানবে না, তাদের অবস্থা কেমন হবে?
ক. চরম শাস্তির স্থান জাহান্নামে নিক্ষিপ্ত হবে
খ. পরম শাস্তির স্থান জান্নাতে প্রবেশ করবে
গ. প্রচুর ধনসম্পত্তির মালিক হবে
ঘ. দরিদ্র ও এতিম হবে
উত্তর: ক. চরম শাস্তির স্থান জাহান্নামে নিক্ষিপ্ত হবে
২২. মহানবী (সা.) আল্লাহ তাআলার দিদার লাভের পর তাঁর কাছ থেকে কিসের নির্দেশ পান? ক. সর্বশ্রেষ্ঠ নবীর খ. শেষ নবীর
গ. পাঁচ ওয়াক্ত সালাতের ঘ. সাওমের
উত্তর: গ. পাঁচ ওয়াক্ত সালাতের
২৩. ‘হিজরত’ শব্দের অর্থ কী?
ক. সম্পদ খ. নিরাপদ স্থান
গ. দেশ ত্যাগ ঘ. নিজ দেশে প্রত্যাবর্তন
উত্তর: গ. দেশ ত্যাগ
২৪. মহানবী (সা.) ও হজরত আবু বকর সিদ্দিক (রা.) মক্কার সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন কেন?
ক. কাফেররা তাঁদের হত্যা করবে বলে
খ. ধ্যানমগ্ন হওয়ার জন্য
গ. পথ ভুলে গেছেন বলে
ঘ. গুহাটি দেখার কৌতূহলের জন্য
উত্তর: ক. কাফেররা তাঁদের হত্যা করবে বলে
২৫. মদিনার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে গেল কেন?
ক. কাফেররা পরাজিত হয়েছিল বলে
খ. হজরত আলী (রা.) বিপথগামী ছিল বলে
গ. মহানবী (সা.)-এর মদিনায় আগমনে
ঘ. মদিনা সনদ চুক্তির কারণে
উত্তর: গ. মহানবী (সা.)-এর মদিনায় আগমনে
২৬. ইসলামের ইতিহাসে নিচের কোন ঘটনাটি গুরুত্বপূর্ণ?
ক. বয়ঃপ্রাপ্ত আবু বকরের ইসলাম গ্রহণ
খ. আবু সুফিয়ানের বাণিজ্যে কাফেররা মুসলমানদের দ্বারা আক্রান্ত
গ. মদিনা সনদ চুক্তি ঘ. নবীজির হিজরত
উত্তর: ঘ. নবীজির হিজরত।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল