প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর থেকে

চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ২৮ নভেম্বর।

আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ পরীক্ষা-সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সময়সূচি ঠিক করা হয়েছে। সভা শেষে  প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, এ দুই পরীক্ষায় সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ লাখ। এর মধ্যে প্রাথমিকের পরীক্ষার্থী ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ২০ হাজার ৪৫৫।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি: ২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান ও ২৮ নভেম্বর ধর্ম পরীক্ষা।