রঞ্জনার অঞ্জন দত্ত ঢাকায়

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক হিসেবে কম জনপ্রিয় নন। তাঁর জীবনঘনিষ্ঠ গানে বিভোর থেকেছে নব্বইয়ের প্রজন্ম। এখনকার প্রজন্মও তাঁর গান ভালোবাসে। দুই বাংলায় জনপ্রিয় এই শিল্পী এখন ঢাকায়। নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ—‘অঞ্জনযাত্রা’র মোড়ক উন্মোচন করতে এসেছেন। বইটি লিখেছেন তরুণ লেখক সাজ্জাদ হুসাইন। বইটি প্রকাশ করেছে ছাপাখানার ভূত। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১ / ৬
বইয়ের মোড়ক উন্মোচন। বইটির দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
বইয়ের মোড়ক উন্মোচন। বইটির দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।
২ / ৬
ভক্তদের সঙ্গে কথোপকথন পর্বে অঞ্জন দত্ত।
ভক্তদের সঙ্গে কথোপকথন পর্বে অঞ্জন দত্ত।
৩ / ৬
অনুষ্ঠানে তিনি জানান, ‘গানই আমার পরিচয়।...গাই আমার ভগবান।’
অনুষ্ঠানে তিনি জানান, ‘গানই আমার পরিচয়।...গাই আমার ভগবান।’
৪ / ৬
নিজের আত্মজীবনী উল্টেপাল্টে দেখছেন তিনি।
নিজের আত্মজীবনী উল্টেপাল্টে দেখছেন তিনি।
৫ / ৬
বর্ণাঢ্য তাঁর জীবন। স্মৃতিচারণা করছেন তিনি।
বর্ণাঢ্য তাঁর জীবন। স্মৃতিচারণা করছেন তিনি।
৬ / ৬
স্ত্রী ছন্দার সঙ্গে হাস্যোজ্জ্বল অঞ্জন দত্ত।
স্ত্রী ছন্দার সঙ্গে হাস্যোজ্জ্বল অঞ্জন দত্ত।