স্টুডিও নয়, বেতারে নাটক হবে মিলনায়তনে

বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের মিলনায়তনে ভঙ্গবঙ্গ নাটকে রুবলী চৌধুরী ও মামুনুর রশীদ
বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের মিলনায়তনে ভঙ্গবঙ্গ নাটকে রুবলী চৌধুরী ও মামুনুর রশীদ

কানের পাশে রেডিও রেখে নাটক শোনার স্মৃতি অনেকেরই আছে। এখনো হয়তো কেউ কেউ রেডিওতে নাটক উপভোগ করেন। স্টুডিওতে বসে শিল্পীরা সংলাপ বলতেন, রেকর্ড হয়ে তা ছড়িয়ে পড়ত সারা দেশে। এ আয়োজনে এবার যোগ হয়েছে দেখার বিষয়টিও, রেডিওতে নাটক পরিবেশনের পাশাপাশি মঞ্চে হবে নাটক। স্টুডিও নয়, নাটকটি হবে মিলনায়তনে।

অনেকেরই হয়তো অজানা, আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রে একটি সুন্দর মিলনায়তন আছে। কর্তৃপক্ষ সেখানে নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে। মঞ্চে হবে নাটক, মিলনায়তনে বসে নির্দিষ্টসংখ্যক দর্শক তা দেখবেন। সেখান থেকে ধারণকৃত নাটক শুনবেন সারা দেশের শ্রোতারা। বেতারে নাটক প্রচারের পাশাপাশি মিলনায়তনে তার মঞ্চায়ন করার প্রচলন এরই মধ্যে শুরু হয়ে গেছে।

গত ৩০ এপ্রিল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রে মঞ্চস্থ হলো আরণ্যক নাট্যদলের ৫৪তম প্রযোজনা ‘ভঙ্গবঙ্গ’। মামুনুর রশীদের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। সেদিন সন্ধ্যায় রীতিমতো উৎসবমুখর পরিবেশ ছিল বেতার কেন্দ্রে। ২০০ আসনের অত্যাধুনিক মিলনায়তনটির সব আসন ভরে গিয়েছিল। অনেক আমন্ত্রিত অতিথি নাটকটি দাঁড়িয়েও উপভোগ করেছেন।

বেতারে ‘ভঙ্গবঙ্গ’ মঞ্চায়নের আগে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল। জানান, এই প্রথম কোনো মঞ্চনাটক বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত, যা সম্প্রচারের পাশাপাশি মঞ্চে দর্শক দেখতেও পাচ্ছেন। ভঙ্গবঙ্গ নাটকটি বাংলাদেশ বেতারের সব আঞ্চলিক কেন্দ্রে সরাসরি সম্প্রচারিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, উপমহাপরিচালক সালাহউদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী আহমেদ কামরুজ্জামান প্রমুখ।

ভিন্নধর্মী এ মঞ্চায়ন নিয়ে নাটকের নির্দেশক ফয়েজ জহির বলেন, ‘সরাসরি মঞ্চ থেকে ধারণ হয়ে বেতার তরঙ্গের মাধ্যমে শ্রোতার কাছে নাটক পৌঁছে যাওয়া আমাদের জন্য ছিল নতুন অভিজ্ঞতা। তাই আলাদা করে তিনবার মহড়া করেছিলাম, যেন অডিও ধারণ যন্ত্রগুলোর কোনো ত্রুটি না থাকে।’

আপাতত প্রতি দুই মাসে একটি করে নাটক মঞ্চায়নের পরিকল্পনা আছে বলে জানালেন বেতারের ঢাকা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল। মঞ্চের নাটক সরাসরি বেতারে শোনার বিষয়টি নিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। মঞ্চনাটকের কথা যে এভাবে তাঁরা ভেবেছেন, এ জন্য বাংলাদেশ বেতার ধন্যবাদ পাওয়ার দাবিদার। তবে মঞ্চের সব নাটকই বেতারে শোনার জন্য উপযুক্ত হবে না, কেননা সরাসরি মিলনায়তনে বসে দেখা আর দূর থেকে রেডিওতে শোনা দুটো আলাদা বিষয়।’

এ বিষয়ে আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল বলেন, ‘এটি আমাদের বিবেচনায় আছে। শ্রোতাদের জন্য দুর্বোধ্য বা অডিওর ক্ষেত্রে দুর্বল এমন নাটক আমরা বাছাই করব না। বরং বেশির ভাগ শ্রোতার কাছে যে নাটক সহজবোধ্য হবে এবং যে নাটকগুলো জনপ্রিয়, আমরা সেটাই বেছে নেব। এ ক্ষেত্রে লোককাহিনিনির্ভর নাটকগুলোই হয়তো বেশি থাকবে।’