অতিথি চরিত্রে 'স্বপ্নজাল' ছবির রোহান

ইয়াশ রোহান
ইয়াশ রোহান

গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে নিজেকে চিনিয়েছেন নবাগত ইয়াশ রোহান। এবার অভিনয় করলেন আরও একটি চলচ্চিত্রে। তবে অতিথি চরিত্রে। সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও তানিন তানহা।

১১ জন তরুণ নির্মাতাকে নিয়ে চ্যানেল আই শুরু করছে ইতি, তোমারই ঢাকা নামে ‘বাংলাদেশি অমনিবাস চলচ্চিত্র প্রজেক্ট’। সেই প্রজেক্টের একটি চলচ্চিত্র হলো এটি।

গত মাসের শেষ দিকে ঢাকার বিভিন্ন এলাকায় চলেছে নতুন ছবির শুটিং। তবে পরিচালক বা রোহান কেউই এখন তাঁর চরিত্রের বিষয়ে কিছু বলতে চান না। ওটাই এই ছবির বড় চমক বলে জানালেন শাওকি।

ছবিটি প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘একটা চমৎকার গল্পের চলচ্চিত্র এটি। আমার চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাই না। এটা একটা চমক। অতিথি চরিত্রে অভিনয় করে ভালোই লেগেছে।’

পরিচালক বলেন, ‘দুজন মেয়ের এক দিন ঢাকা শহর ঘুরে বেড়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্রটির গল্প। আপাতত এইটুকুই জানাতে চাই। বাকিটুকু পর্দায় দেখবেন দর্শক।’

ছবিটির মাধ্যমে অনেক দিন পর ক্যামেরার সামনে এলেন অর্চিতা স্পর্শিয়া। তিনি বলেন, ‘এত দিন নানা কারণে ক্যামেরার সামনে আসা হয়নি। ব্যক্তিগত জীবন ও ক্যামেরার পেছনের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখনো যে নিয়মিত কাজ করব, এমন নয়। এ রকম ভালো গল্পের কাজ হলে তবেই কাজ করা হবে।’

এদিকে বাংলাদেশি অমনিবাস চলচ্চিত্র প্রজেক্ট-এর ১১ নির্মাতার দুই নির্মাতার ছবির শুটিং শেষ। এ মাসেই শুরু হচ্ছে বাকি নয় নির্মাতার চলচ্চিত্রের শুটিং।