টিভি নাটকে এবার নেই দলগত উদ্যোগ

আয়নাবাজি অরিজিনাল সিরিজে নির্মিত হয়েছিল মার্চ মাসের শুটিং নাটকটি
আয়নাবাজি অরিজিনাল সিরিজে নির্মিত হয়েছিল মার্চ মাসের শুটিং নাটকটি

২০১৭ সালে বেশ কিছু দলগত কাজ নজর কেড়েছিল টেলিভিশন দর্শকদের। টেলিভিশন থেকে মুখ ফিরিয়ে নেওয়া দর্শকদের মধ্যে ওই নির্মাণগুলো ছিল তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো। এ কারণেই ‘ছবিয়াল রি-ইউনিয়ন’ ও ‘অস্থির সময়ে স্বস্তির গল্প’ সিরিজের নাটকগুলো আলাদা করে নজরে এসেছিল। এ ছাড়া আয়নাবাজি অরিজিনাল সিরিজ এবং লাক্স সৌরভের গল্পের নাটকগুলোও দেখেছেন দর্শক। এসব উদ্যোগ সফল হওয়ার পেছনে ছিল দারুণ পরিকল্পনা, বাজেট ও সবার ইচ্ছাশক্তি। তবে এই বছর এ রকম কাজ হওয়ার সম্ভাবনা কম।

এমনটাই জানালেন বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আয়নাবাজি অরিজিনাল সিরিজের ক্রিয়েটিভ কনসালট্যান্ট সৈয়দ গাউসুল আলম শাওন। তিনি বলেন, ‘এটার পেছনে যে পরিমাণ সময় দিতে হয়, সেটা আমি এ বছর পাচ্ছি না। পাশাপাশি সময়ের বিপরীতে যে আউটপুট আসে, তা-ও খুব কম। তারপরও সামনে করার ইচ্ছা আছে। এ রকম দলগত কাজের সুবিধা হলো নিজের সেরাটা দিয়ে কাজ করা যায়।’

একই মতামত দিলেন গ্রুপ এমইএসপির পরিচালক ও অভিনেতা ইরেশ যাকের। তিনি বলেন, ‘একটা ভালো কাজের জন্য স্পনসর খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এ বছর বিশ্বকাপ আর ঈদ একই সময়ে হওয়ায় স্পনসররা ভাবনায় আছেন। ইচ্ছা থাকলেও কাজটা করতে পারছি না। আগামী বছর নিশ্চয় হবে।’

বিকেল বেলার পাখি নাটকটি দেখানো হয়েছিল ছবিয়াল রি-ইউনিয়নে
বিকেল বেলার পাখি নাটকটি দেখানো হয়েছিল ছবিয়াল রি-ইউনিয়নে

গত বছর গ্রুপ এমইএসপি ও ধ্বনি চিত্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিয়াল রি-ইউনিয়নের নাটকগুলো। ২০১৭ সালের ঈদুল ফিতরের আগে সিদ্ধান্ত হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে ১২ জন নির্মাতা নির্মাণ করবেন ১২টি একক নাটক। সাতটি প্রচারিত হবে এই ঈদুল ফিতরে এবং বাকি পাঁচটি পরের ঈদুল আজহায়। কিন্তু ঈদুল ফিতরে ঠিকঠাক প্রচারিত হলেও ঈদুল আজহায় ছবিয়াল রি-ইউনিয়নের কোনো নাটক প্রচারিত হয়নি। এবারের ঈদেও প্রচারের সম্ভাবনা নেই। মোস্তফা সরয়ার ফারুকী বললেন, ‘আমরা এ বছর টেলিভিশন নিয়ে অন্য কিছু ভাবছি। সেটা এই ঈদে বাস্তবায়ন করতে পারব না। কিন্তু আগামী ঈদ বা বছরের যেকোনো সময় বাস্তবায়ন করব। আমরা বড় আকারে পরিকল্পনা করছি।’

দলগত কাজের সুবিধা আছে এবং দর্শক পছন্দ করেন, এ ব্যাপারে একমত হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠানপ্রধান মোস্তফা কামাল সৈয়দ। তিনি বললেন, ‘সবার আগে জরুরি হলো নাটকের বিষয় (কনটেন্ট) কী? সেটার ওপর নির্ভর করে দর্শক পছন্দ ও অপছন্দ করেন। সাতটা সাত রকম স্বাদের গল্প একটা প্ল্যাটফর্মে প্রচারিত হলে সেটা দর্শক অবশ্যই পছন্দ করবেন। কিন্তু এবার সে রকম উদ্যোগ নেওয়া হচ্ছে না। হলে ভালোই হতো।’

তবে দলগত কাজ না হলেও এবার নতুন নতুন নাটক নির্মিত হচ্ছে। সেই অনুযায়ী ব্যস্ততা বেড়েছে নাটক-সংশ্লিষ্ট ব্যক্তিদের। দর্শকও অপেক্ষায় আছেন সেরা কাজের।