কান চলচ্চিত্র উৎসব: গৃহবন্দী পানাহিকে ফরহাদির বার্তা

এভরিবডি নৌজ ছবির ফটোকলে অভিনয়শিল্পী হাভিয়ের বারদেম ও পেনেলোপে ক্রুজের মাঝখানে পরিচালক আসগর ফরহাদি। গতকাল কানে।  ছবি রয়টার্স
এভরিবডি নৌজ ছবির ফটোকলে অভিনয়শিল্পী হাভিয়ের বারদেম ও পেনেলোপে ক্রুজের মাঝখানে পরিচালক আসগর ফরহাদি। গতকাল কানে। ছবি রয়টার্স

কোনো আইনই যে সৃষ্টির উন্মাদনাকে বেঁধে রাখতে পারে না, সেটা প্রমাণিত হলো আরও একবার। গতকাল কথাটি মনে করিয়ে দিলেন ইরানি চিত্রনির্মাতা আসগর ফরহাদি নিজের ছবি এভরিবডি নৌজ-এর সংবাদ সম্মেলনে বসে। দেশের আরেক নির্মাতা জাফর পানাহিকে তিনি পাঠালেন শুভকামনা। ইরানে গৃহবন্দী জাফর পানাহির ছবি থ্রি ফেসেসও লড়ছে ৭১তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে। কিন্তু বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তিনি সশরীরে অংশ নিতে পারছেন না সম্মানজনক এ আয়োজনে।

২০১০ সালে ‘রাষ্ট্রবিরোধী’ তৎপরতার অভিযোগে জাফর পানাহি গ্রেপ্তার হয়েছিলেন স্ত্রী-কন্যাসহ। কারাবন্দী ছিলেন ছয় বছর। এরপর থেকে গৃহবন্দী। ২০ বছরের জন্য তাঁর বিদেশ ভ্রমণ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইরানের আদালত। তারপরও ঘরের ভেতরে বন্দী থেকেই ছবি বানিয়ে চলেছেন। এবারের থ্রি ফেসেস নিয়ে গত সাত বছরে বন্দী অবস্থায় বানিয়েছেন চারটি ছবি। ২০১১ সালে নিজের বন্দিজীবন নিয়ে বানানো তথ্যচিত্র দিস ইজ নট আ ফিল্ম কেকের ভেতর একটি ফ্ল্যাশ ড্রাইভে লুকিয়ে জমা দিয়েছিলেন কান উৎসবে।

এ বছর কান চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা ফরাসি দূতাবাসের মাধ্যমে অনুরোধ-উপরোধ করেও ইরান থেকে কানে আনতে পারেনি পানাহিকে।

আসগর ফরহাদির এভরিবডি নৌজ এ বছরের কান উৎসবের উদ্বোধনী ছবি। বুধবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানের পর এর প্রথম প্রদর্শনী হলো। গতকাল স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে অংশ নেন নির্মাতা আসগর ফরহাদি। সঙ্গে ছিলেন ছবির অভিনয়শিল্পী হাভিয়ের বারদেম, পেনেলোপে ক্রুজসহ ছবির অন্য শিল্পী ও কুশলীরা।

সংবাদ সম্মেলন শেষে আসগর ফরহাদি নিজ থেকেই সাংবাদিকদের বলেন, তাঁর আরও কিছু বলার আছে। এরপরই জাফর পানাহির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এ বছরের মূল প্রতিযোগিতা বিভাগে দুজন ইরানি নির্মাতার কাজ স্থান করে নিয়েছে। এ জন্য আমি গর্বিত। গতকালই আমি জাফর পানাহির সঙ্গে কথা বলেছি। একজন নির্মাতার সৃষ্টি বড় কোনো আয়োজনে গেলে কিংবা বড় কিছু অর্জন করলে, সে মুহূর্তে শামিল হতে না পারার কষ্ট আমি উপলব্ধি করতে পারি। জাফর পানাহি ও তাঁর ছবির জন্য আমার শুভকামনা।’

২০১২ সালে আ সেপারেশন ও ২০১৭ সালে দ্য সেলসম্যান ছবির জন্য আসগর ফরহাদি দুবার সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে অস্কার জেতেন। সেই সময়ে যুক্তরাষ্ট্রে ট্রাম্প সরকার ইরানসহ সাতটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় আসগর ফরহাদি সশরীরে উপস্থিত হতে পারেননি। সে ঘটনার রেশ ধরেই জাফর পানাহির উদ্দেশে শুভকামনা পাঠান ফরহাদি।

সমানে সমান দম্পতি

আসগর ফরহাদির স্প্যানিশ ভাষায় নির্মিত ছবি এভরিবডি নৌজ-এ অভিনয় করেছেন হাভিয়ের বারদেম ও পেনেলোপে ক্রুজ দম্পতি। স্পেনের পাশাপাশি এ দম্পতি হলিউডের ছবিতেও নিয়মিত। সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলো, ফরহাদির এই ছবির জন্য কি তাঁরা সমান সম্মানী নিয়েছেন? তাঁদের সংসারেও বৈষম্য আছে? প্রশ্ন শুনে হেসে ওঠেন হাভিয়ের ও পেনেলোপে দুজনই। জবাব দেন পেনেলোপে, ‘আমরা দুজনই এ ছবিতে সমান সমান সম্মানী নিয়েছি।’

পাশে বসে থাকা আসগর ফরহাদি ও হাভিয়ের মাথা নেড়ে বোঝান, তাঁরা সহমত।