আবেদনপত্র পেয়ে নড়েচড়ে বসেছেন পরিচালক নেতারা

ভাইজান এলো রে ছবির পোস্টার
ভাইজান এলো রে ছবির পোস্টার

বাংলাদেশের শাকিব খান ও ভারতের শ্রাবন্তী, পায়েল সরকার অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি আগামী ঈদে মুক্তির জন্য প্রস্তুত। গত বুধবার কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে ছবিটির প্রথম ঝলকও (ফার্স্ট লুক) প্রকাশিত হয়েছে। কিন্তু সম্প্রতি পরিচালক জয়দীপ মুখার্জি ছবিটি বানানোর জন্য অতিথি পরিচালক হতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে আবেদন করেছেন।

৬ মে এসকে মুভিজের প্যাডে ও পরিচালক সমিতির ফরমে এই আবেদনপত্র জমা দেন পরিচালক। সেখানে দেখা যায়, ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ইন্টারন্যাশনালের ব্যানারে ছবিটি তৈরি হবে।

আবেদনপত্র পাওয়ার পর নড়েচড়ে বসেছেন পরিচালক নেতারা। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘কলকাতার এসকে মুভিজ ও এখানকার এসকে ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক একই। আসলে কলকাতার ছবি এ দেশের ছবি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই অনুমতি দিচ্ছি না।’

এই পরিচালক নেতা বলেন, বিদেশি বিনিয়োগকারী এখানে গড়া প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে ছবি নির্মাণ করতে চাইলে এ দেশেই ছবি নির্মাণ হতে হবে। এখানেই অর্থ বিনিয়োগ করতে হবে। এ ছাড়া নির্দিষ্টসংখ্যক দেশীয় শিল্পী থাকতে হবে।

গুলজার বলেন, ‘ছবিটি আগেই তৈরি হয়ে গেছে। তাই শর্ত মানার প্রশ্ন আসছে না। শুনেছি, ঈদের সময় আমদানি করে বাংলাদেশে মুক্তির প্রস্তুতিও নিচ্ছেন প্রযোজক।’

গত মার্চের শুরুর দিকে ছবির শুটিং শুরুর সময় এসকে মুভিজ থেকে বলা হয়েছিল, ভাইজান এলো রে বাংলাদেশের ছবি। তারা শুধু কারিগরি সহায়তা দিচ্ছে। মার্চ ও এপ্রিল মিলে ভারত ও যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় শুটিং শেষ হয় ছবির।

গতকাল বৃহস্পতিবার আবেদনের ব্যাপারে এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা বলেন, ‘ছবিটি তৈরি হয়ে গেছে। শুটিং শুরুর সময় বাংলাদেশের পরিচালক সমিতির কাছে আবেদন করেছিলাম। তাঁরা বলেছিলেন, ওয়ার্ক পারমিট ছাড়া অনুমতি দেবেন না। আমি বলেছিলাম, আগে অনুমতি দিন। ঢাকায় যখন কাজ শুরু করব, তখন ওয়ার্ক পারমিট নেব। অনেক দিন হয়ে গেল, অনুমতি দেয়নি। আমরা কাজ শেষ করেছি। এখন অনুমতি দিলে দেবে। না দিলে ঈদের সময় ছবিটি বাংলাদেশে আমদানি হবে।’