আমার পছন্দের সাহিত্যিক তো অনেক

মিথিলা
মিথিলা
>‘আনন্দ’ পাঠকদের জন্যই আপনার প্রশ্ন, তারকার উত্তর বিভাগ। এই বিভাগে ভক্ত ও অনুসারীদের প্রশ্নের উত্তর দেবেন তারকারা। আজ এই বিভাগে হাজির হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী মিথিলা


প্রশ্ন: মিথিলা আমার প্রিয় অভিনেত্রী। আমি জানতে চাই তাঁর পুরো নাম কী এবং স্থায়ী বসবাস কোথায়? এবং তাঁর পছন্দের সাহিত্যিক কে?
সুফল চন্দ্র সরকার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

উত্তর: ধন্যবাদ প্রশ্নের জন্য। আমার পুরো নাম রাফিয়াথ রশিদ মিথিলা, আমি স্থায়ীভাবে ঢাকায় থাকি। আমার পছন্দের সাহিত্যিক তো অনেক। কজনের নাম বলব। এখন যাঁদের নাম মনে পড়ছে, এর মধ্যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, সমরেশ মজুমদার। দেশের মধ্যে হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ি।